• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:২২:৪২ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:২২:৪২ (09-May-2024)
  • - ৩৩° সে:

গজারিয়ায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মধ্যরাতে শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। আগামীকাল বুধবার ৮ মে প্রথম ধাপে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।৭ মে মঙ্গলবার দুপুর থেকে গজারিয়ায় বিভিন্ন কেন্দ্রে নির্বাচন পরিচালনার জন্য পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ লিটন মিয়ার কাছ থেকে মালামাল বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা নিয়ে যাওয়া হয় ভোটকেন্দ্রগুলোতে।সংশ্লিষ্ট সূত্র জানায়, মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলায় মোট ৬০টি ভোটকেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে। ওই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ২শ ৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭৫ হাজার ৯শ’ ৪৬ জন এবং নারী ভোটার ৭১ হাজার ৩শ’ জন।এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী।নির্বাচন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার।