লন্ডন প্রবাসী পারভেজ মল্লিক মানবিক কাজ করে সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছেন
নিজস্ব প্রতিবেদক: খুলনার রাজনীতিতে যুক্ত হলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ছাত্রদলের জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় শাখার সাবেক সভাপতি পারভেজ মল্লিক। আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে খুলনা- ৪ আসনে (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) বিএনপির মনোনয়ন পেতে এলাকায় ব্যাপক কর্ম তৎপরতা শুরু করেছেন।বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। সেইসঙ্গে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী, রেইনকোর্ট ও বস্ত্র বিতরণের মাধ্যমে নিজেকে সেবামূলক কাজে নিয়োজিত রেখেছেন।এছাড়া তিনি নির্বাচনী এলাকার পথে-প্রান্তরে নেমে সাধারণ মানুষের খোঁজখবর নেন। তার এই মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে উপকৃত হয়ে সন্তুষ্টি প্রকাশ করে সফলতা কামনা করেছেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ।খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক মাস ধরে তিনি রয়পসা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।২৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে তেরখাদা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত কমান্ডার শেখ শহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন দানবীদ, সমাজসেবক পারভেজ মল্লিক।শেখ তবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন, বিএনপি নেতা সরদার আমির হোসেন, মো. বিল্লাল হোসেন, চৌধুরী আবুল খায়ের, সুনীল কুমার সাহা, লষ্কর অলিয়র রহমান, মকবুল হোসেন, মো. মিজানুর রহমান, শেখ এনায়েত হোসেন, গোলাম মোর্তুজা, মো. হুমায়ুন কবির ও মোল্লা মুজিবুর রহমান।এরপর বিকাল ৩টায় ৫ শতাধিক শ্রমজীবীর মাঝে টিশার্ট এবং প্রতিবন্ধীদের মাঝে রেইন কোর্ট বিতরণ করেন তিনি। এছাড়া তেরখাদা উপজেলা সদর, কোলা বাজার, মোকামপুর, লস্করপুর, পারহাজী, মল্লিকপুরে রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।এরআগে গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত পারভেজ মল্লিক দিঘলিয়া উপজেলার গাজীরহাট ও মধুপুর ইউনিয়নে গণসংযোগ করেন। গাজীরহাট বাজার, মোল্লাডাঙ্গা, মাঝিরগাতী, মহিষদিয়াসহ তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগকালে ৩১ দফার পক্ষে প্রচারপত্র বিলি করেন।পারভেজ মল্লিক বলেন, তিনি ছাত্রদলের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক প্রতিহিংসা, মামলা ও বিগত আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়ে ২০১০ সালের ২৩ জুন দেশ ছেড়ে তিনি লন্ডনে পাড়ি জমান। প্রবাসে থেকেও বিগত বছরগুলোতে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি বলেন, প্রবাসে জনমত গঠন ছাড়াও বাংলাদেশে আওয়ামী অপশাসনের বিরুদ্ধে আন্দোলনে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে এবং তার নিজ এলাকা খুলনায় আলোচনায় ছিলেন। তবে খুলনার রাজনীতিতে তার সম্পৃক্ততা ছিল না বললেই চলে।পারভেজ মল্লিক আরও বলেন, আমি খুলনার পার্টি অফিসে বহুবার এসেছি। কিন্তু কাজ করার সুযোগ পাইনি।প্রসঙ্গত, পারভেজ মল্লিকের বেশি নাম শোনা যায় করোনা মহামারির সময়। নিজের এলাকা ও খুলনায় আর্থিক সাহায্য ও সুরক্ষা সামগ্রী নিয়ে প্রায় আলোচনায় আসতেন তিনি।