• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২০:৪৯ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২০:৪৯ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাগেরহাট-৩ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

২৩ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫০:৩৪

বাগেরহাট-৩ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

বাগেরহাট প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়ার পর বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। ব্যানার-পোস্টার, লিফলেট বিতরণের পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। 

২৩ ডিসেম্বর শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন তারা।

প্রচার-প্রচারণায় গণসংযোগের পাশাপাশি চলছে মাইকিং। অলি-গলি ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও নিজেদের পক্ষে কাজ করছেন। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের নানা প্রচারণায় মুখরিত থাকে শহর থেকে গ্রাম ও মহল্লা। 

আসন্ন নির্বাচনে ভোটের মাঠে গণসংযোগ ও উঠান বৈঠকসহ নানানভাবে প্রচারণায় নেমেছেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের আওয়ামী লীগ, স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশ থাকলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে মনে করেন ভোটাররা।

এবার বাগেরহাট-৩ আসনে সংসদ সদস্য পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও এ আসনের তিন বারের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রীস আলী ইজারাদার ঈগল প্রতীক, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মফিজুল ইসলাম গাজী ডাব প্রতীক, তৃণমূল বিএনপি প্রার্থী মি. ম্যানুয়াল সরকার সোনালী আশ প্রতীক, জাতীয় পার্টি প্রার্থী মো.মনিরুজ্জামান মনি লাঙ্গল প্রতীক, জাসদ প্রার্থী শেখ নুরুজ্জামান মাসুম মশাল প্রতীক এবং বিএনএম প্রার্থী সুব্রত মন্ডল নোঙ্গর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রযোজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল।

তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে। কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ