• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:১৫:২৮ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:১৫:২৮ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পীরগাছায় ‘দেবী চৌধুরাণী’ স্বরণে নৌকা বাইচ প্রতিযোগিতা

১ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৩:৩১

পীরগাছায় ‘দেবী চৌধুরাণী’ স্বরণে নৌকা বাইচ প্রতিযোগিতা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী ‘দেবী চৌধুরাণী’ স্মরণে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চৌধুরাণীর ওমরখাঁ (ফতেপুর খেয়াঘাট) নামক স্থানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দেবী চৌধুরাণী বুদ্ধি প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক শাহ মো. শাহেদ ফারুকের তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

স্থানীয় কৈকুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন মিয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, রংপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ প্রমুখ।  

নৌকা বাইচ খেলায় প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল, ২য় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ, ৩য় পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি এবং ৪র্থ পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল রাখা হয়েছে। খেলায় ব্যাপক লোকের সমাগম হয়।

এই অনুষ্ঠানকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিলো বলে জানান উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক শাহ মো. শাহেদ ফারুক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪