• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে শ্রাবণ ১৪৩২ দুপুর ০২:৪৪:৩৬ (03-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৯শে শ্রাবণ ১৪৩২ দুপুর ০২:৪৪:৩৬ (03-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা

৩ আগস্ট ২০২৫ দুপুর ১২:০১:৪৫

মানিকগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে।

২ আগস্ট শনিবার ২০২৫ ইংরেজি সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার হান্দুলিয়া এলাকায় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের ওপর কথিত ভুয়া পশু চিকিৎসক কাশেম ও তার সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

সাংবাদিক আবু বক্কর সিদ্দিক ধামরাই উপজেলার কাশেম নামের এক ব্যক্তির ভুল চিকিৎসার ফলে সাটুরিয়ার চামুটিয়া, হান্দুলিয়া ও আশেপাশের গ্রামের খামারিদের ক্ষয়ক্ষতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছিলেন। এই প্রতিবেদন প্রকাশের পর ভুয়া পশু চিকিৎসক কাশেম ও তার দলবল তাকে রাস্তায় ঘিরে ধরে মাথা, বুক ও হাতে মারাত্মকভাবে আঘাত করে। স্থানীয় লোকজন ঘটনার স্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়, তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সাংবাদিক সমাজের প্রতিক্রিয়া ঘটনাটি জানতে পেরে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা হাসপাতালে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং এই হামলার তীব্র নিন্দা জানান। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আহত সাংবাদিকের বক্তব্য আবু বক্কর সিদ্দিক বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশের কারণে আমাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আমি আশা করি, দোষীদের দ্রুত বিচার হবে।

আহত সাংবাদিক আবু বকর সিদ্দিক এ বিষয়ে সাটুরিয়া থানা একটি অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এই ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছে সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ