বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সংসদীয় আসন সংখ্যা চার থেকে কমিয়ে তিনে আনার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট নাগরিক সমাজ ও সর্বদলীয় সংগ্রাম কমিটি।
২ আগস্ট শনিবার বেলা ১১টায় বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আদালত চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তৃতা করেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম.এ.সালাম, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, খেলাফত মজলিসের জেলা সভাপতি আমিরুল ইসলাম সিদ্দিকী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এস.এম.সাদ্দাম এবং এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব জেলাবাসীর সঙ্গে চরম অবিচার। তারা নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, যদি আপনারা ভুল করে থাকেন তাহলে সংশোধন করুন। আমাদের দাবি স্পষ্ট বাগেরহাটে চারটি সংসদীয় আসন অব্যাহত রাখতে হবে।
বক্তারা আরও বলেন, বাগেরহাট জেলার সম্মান অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে কেউ আপস করবে না। দাবি মানা না হলে রাজপথে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। প্রয়োজনে বাগেরহাট বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন থাকবে তবুও বাগেরহাটে তিনটি আসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available