• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ দুপুর ১২:৫৩:৫৫ (13-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ দুপুর ১২:৫৩:৫৫ (13-Oct-2024)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী দৌড়ের নৌকা বাইচ প্রতিযোগিতা।২২ জুন শনিবার বিকেলে স্থানীয় শাখা বরাক নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজার হাজার নারী, পুরুষ, বৃদ্ধ, কিশোর-কিশোরী ভিড় করেন।নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ৫টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গিঘাটের দৌড়ের নৌকা চ্যাম্পিয়ন হয়। আর রানার্সআপ হয় একই উপজেলার লামাপৈল এর নৌকা।নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সেলিম  মিয়া ও শেখ আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন নৌকাকে একটি ফ্রিজ ও রানার্সআপ নৌকার মালিকের কাছে একটি টেলিভিশন তুলে দেন।