• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:৩০:৩১ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:৩০:৩১ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাদকের টাকা জোগাড় করতেই ছিনতাই শেষে হত্যা, গ্রেফতার ৫

৯ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৯:৪৮

মাদকের টাকা জোগাড় করতেই ছিনতাই শেষে হত্যা, গ্রেফতার ৫

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে গত ১ অক্টোবর চরকুতুব খালপাড় এলাকায় সবজি ব্যবসায়ী শুক্কুর আলী হত্যার ঘটনায় ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকুটি উদ্ধার করা হয়েছে। মুলত মাদকের টাকা যোগাড় করতে ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

গ্রেফতাররা হলো, ইমন (২০), রুবেল (৩২), দিপু (২২), মন্টু (২০) ও হানিফ (২৮)। তারা সবাই কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করত।

৮ অক্টোবর রোববার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান নিজ কার্যালয় সাংবাদিকদের জানান, কদমতলী গোল চত্বর এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রথমে ইমনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের আমবাগিচা ও রাজশাহী চারঘাট এলাকা থেকে আরও চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও কয়েকজন আসামিকে ধরতে অভিযান চলমান রয়েছে।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানা গেছে, ঘটনার দিন মাদকের টাকা জোগাড় করার জন্য আসামিরা সারারাত ছিনতাই করার জন্য টার্গেট খুজঁছিলো। কিন্তু সারারাত তারা কোন সহজ টার্গেট খুঁজে পায়নি। এক পর্যায়ে ভোর বেলায় তারা বেশ উগ্র হয়ে যায়। এমন সময় সবজি ব্যবসায়ী শুক্কুর রিক্সায় করে সবজি কেনার উদ্দেশ্যে খালপাড় রাস্তা দিয়ে ঢাকার শ্যামবাজার সবজির আড়তে যাচ্ছিল। পথিমধ্যে ইমন ও রুবেল শুক্কুর রিক্সার গতিরোধ করে। রুবেল রিক্সা আটকে রাখে এবং ইমন সবজি ব্যবসায়ী শুক্কুর এলোপাথারি ছুরিকাঘাত করে। এসময় দিপু, মন্টু ও হানিফ রাস্তা পাহারা দিচ্ছিল যাতে কোন লোক দেখে না ফেলে। ছিনতাইয়ের পর ইমন ও রুবেল শুক্কুরের কাছে ৩০ হাজার টাকা নিয়ে গিয়ে সবাই মিলে মাদক সেবন করে।

গ্রেফতার প্রত্যেকের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ