• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৭:৫৫:০১ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৭:৫৫:০১ (21-May-2024)
  • - ৩৩° সে:

ফোন করে ডেকে নিয়ে ইলেকট্রিক শক দিয়ে হাতিয়ে নেয় সব!

চট্টগ্রাম প্রতিনিধি: ঈসা মোল্লা (৪৭) পেশায় একজন পিকআপ গাড়ির চালক। তার নিজস্ব একটি পিকআপ রয়েছে। ৩১ মার্চ রোববার রাত ৮টায় সাদ্দাম হোসেন শাহাদাত নামে এক ব্যক্তি পরিচয়ে ঈসা মোল্লাকে ফোন করে জানায়, তাদের ভাড়ায় গাড়ি লাগবে। ঈসা মোল্লা তাদের দেওয়া ঠিকানায় যায়। সেখানে থাকা ৬ ব্যক্তি তাকে গাড়ি থেকে নামিয়ে নির্জন একটি কলা বাগানে নিয়ে যায়। তাকে ইলেকট্রিক শক দিয়ে তার কাছে থাকা সব কিছু নিয়ে যায়।চট্টগ্রাম নগরীর আকবারশাহ থানাধীন শাপলা আবাসিক মামিয়া পানি ফ্যাক্টরির সামনে এ ঘটনাটি ঘটে।ঘটনার পর ঈসা মোল্লা আকবরশাহ থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এইচ এম ওয়াহিদুল্লাহ, এএসআই মো. এনামুল হক, এএসআই লাল মিয়ার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ছিনতাই করা নগদ টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত ইলেকট্রিক শক মেশিনসহ ৪ ছিনতাইকারিকে গ্রেফতার করে।অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ২ ছিনতাইকারি পালিয়ে যায়।গ্রেফতার আসামিরা হলো- রাকিব হোসেন(২১), সাকিব হোসেন (২১), সাদ্দাম হোসেন প্র. শাহাদাত (২১) ও মো. করিম প্র. অভি (২২)।গ্রেফতার আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।