• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ রাত ১২:৩০:৩১ (01-Dec-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ রাত ১২:৩০:৩১ (01-Dec-2023)
  • - ৩৩° সে:

খেলা

আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

১৯ জুলাই ২০২৩ সকাল ০৮:১২:৫২

আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক: সিরিজ জয়ের লক্ষে প্রখমবারের মতো ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানারা আজেকের ম্যাচ জিতলেই সিরিজ জয়ের পাশাপাশি রচিত হবে ইতিহাস। ১৯ জুলাই বুধবার সকাল সাড়ে ৯টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের নারী দল। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের এটি দ্বিতীয় ম্যাচ। ম্যাচটি জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হবে।


প্রথম ওয়ানডেতে ভারতকে প্রথমবারের মতো হারানোর স্বাদ পেয়েছে জ্যোতি-মারুফারা। এবার তাদের চোখ সিরিজ জয়ের দিকে। তবে ভারতের মতো শক্তিশালী দলকে হারাতে হলে কোনো ভুল করা চলবে না বাংলাদেশের। বিষয়টি ভালো করে জানেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিরিজ শুরুর আগে এ বিষয়ে তিনি কথাও বলেছেন।

এ দিকে দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলন করেনি ভারতীয় নারী দলের ক্রিকেটাররা। হোটেলে বিশ্রাম করে কাটিয়েছেন তারা। তবে সিরিজে সমতায় ফিরতে দলটি মরিয়া হয়ে খেলবে, এটি নিশ্চিতভাবেই বলা যায়। ফলে দ্বিতীয় ম্যাচটিতে জয় পেতে দুদলের দুর্দান্ত লড়াই দেখা যেতে পারে।

বাংলাদেশ-ভারতের এই ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এতে জয়-পরাজয় দুদলের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে। এই লড়াইয়ে বাংলাদেশ নিঃসন্দেহে অনেকটা এগিয়ে রয়েছে। প্রথমত ঘরের মাটিতে খেলা এবং দ্বিতীয়ত প্রথম ম্যাচ জয়ের পরে ক্রিকেটারদের মধ্যে একটি আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তবে জয় পাবে কোন দল, সেটি সময়ই বলে দেবে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ আটক ১
৩০ নভেম্বর ২০২৩ রাত ০৯:০৮:০৭

ঝিকরগাছায় পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক
৩০ নভেম্বর ২০২৩ রাত ০৯:০৫:২২