• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ ভোর ০৫:০০:৩৮ (13-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক: ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এ সময়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে জোরালো জল্পনা তৈরি হয়। তবে সেই জল্পনার মধ্যেই অবসর পরিকল্পনা স্পষ্ট করলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। জানালেন এখনো তিনি আশা করেন, বাংলাদেশের জার্সিতে আবারও মাঠে নামতে পারবেন।সম্প্রতি ইউটিউব চ্যানেল Beard Before Wicket-এর এক পডকাস্টে সাকিব জানান, অবসর নেওয়ার আগে অন্তত দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে বিদায় নিতে চান তিনি। নিজের পরিকল্পনা নিয়ে সাকিব বলেন, আমার পরিকল্পনা বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি খেলে অবসরে যাওয়া। সব সংস্করণকেই একটি সিরিজেই বিদায় বলতে চাই।বিদায় জানানোর সময় কোন ফরম্যাট আগে বা পরে হবে তা নিয়েও বিশেষ মাথাব্যথা নেই তার। সাকিবের ভাষায়, সেটা টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়ে ওয়ানডে, টেস্ট হতে পারে আবার টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টিও হতে পারে। যেভাবেই হোক আমার সমস্যা নেই।২০২৪ সালের ভারত সফরের পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি নিয়মিতই খেলছেন এবং বর্তমানে আছেন সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে। দেশের হয়ে আবারও খেলার স্বপ্ন জিইয়ে রাখতেই এসব লিগে অংশ নিচ্ছেন বলে জানান তিনি।ভক্ত-সমর্থকদের জন্যই নিজেদের মাটিতে বিদায় ম্যাচ খেলার ইচ্ছা জানিয়ে সাকিব বলেন, সমর্থকদের বিদায় বলার ব্যাপার এটি। তারা সব সময় আমার পাশে ছিল। তাই দেশের মাটিতে তিন সংস্করণের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অধ্যায়টার সমাপ্তি টানতে চাই।বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের এমন ঘোষণায় আবারও নতুন করে আলোচনায় এসেছে তার সম্ভাব্য আন্তর্জাতিক প্রত্যাবর্তন ও বিদায় সিরিজ।