• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ১০:৫২:০৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ১০:৫২:০৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

খেলা

বাংলাদেশের মেয়েদের কাছে ভারতের হার

১৩ জুলাই ২০২৩ রাত ০৮:০০:৫৭

বাংলাদেশের মেয়েদের কাছে ভারতের হার

স্পোর্টস ডেস্ক: ভারত নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফরে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ ‍নিশ্চিত করলেওে তৃতীয় ম্যাচে ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ। নিয়ম রক্ষার এ ম্যাচটি বাংলাদেশের মেয়েদের কাছে ছিলো মান বাচাঁনের লড়াই। শেষ টি টুয়েন্টিতে ১০ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় তুলে নেয় সুলতানা জ্যোতিরা। সব মিলিয়ে এটা ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের তৃতীয় জয়।

১৩ জুলাই বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে ভারত। জবাবে ১০৩ রান তাড়া করতে নেমে ১৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয় পায় স্বাগতিকরা।

এই জয়ে মাধ্যমে প্রায় ৫ বছর পর ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০১৮ সালের এশিয়া কাপের ঐতিহাসিক ফাইনালের ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। এছাড়া দ্বিপাক্ষিক সিরিজে ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের মেয়েদের প্রথম জয় ।

এ দিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। দলীয় ২০ রানে দুই ওপেনার স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মাকে ফেরান সুলতানা খাতুন। তবে জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কৌরের ব্যাটিং দৃড়তায় ঘুরে দাঁড়ায় সফরকারীরা। দলীয় ৬৫ রানের মাথায় স্বর্ণা আক্তারের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন জেমিমা। ভাঙে তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি। আউট হওয়ার আগে করেন ২৬ বলে ৪ বাউন্ডারিতে ২৮ রান। পরে অধিনায়ক কৌর ৪০ রান করে ফিরলে ইনিংস লম্বা করতে পারেন নি আর কোন ব্যাটার। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রানে থামে সফরকারীরা। বাংলাদেশের হয়ে রাবেয়া খাতুন ৩ উইকেট শিকার করেন। এছাড়া সুলতানা খাতুন ২টি এবং নাহিদা, ফাহমিদা ও স্বর্ণা ১টি করে উইকেট লাভ করেন।

পরে ১০৩ রান তারা করতে নেমে শুরুটা ভালো করেনি বাংলাদেশ। ১৬ রানে হারায় টপ অর্ডারের ২ ব্যাটারকে। তৃতীয় উইকেট নিগার সুলতানা ও জ্যোতির জুটিতে ৪৬ রান তোলে বাংলাদেশ। আগের ম্যাচে ব্যাট হাতে রান পাওয়া জ্যোতি এদিন খুব বেশি দূর এগোতে পারেননি। মাত্র ১৪ রান করে সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক। কিন্তু এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যান শামিমা। ৪২ রান করে এই ওপেনার রান আউট হলে কিছুটা শঙ্কায় পড়ে দল। তবে সুলতানা খাতুনের ৮ বলে ১২ ও নাহিদা আক্তারের ৬ বলে ১০ রানের অপরাজিত ইনিংসে ১০ বল হাতে রেখেই জয় পায় স্বাগতিকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







পাটের ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা
১৯ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:২২:৩১

কক্সবাজারকে দৃষ্টিনন্দন করা হবে: জেলা প্রশাসক
১৯ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:২১:১৩