• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:০৭:৫৭ (20-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:০৭:৫৭ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

পৌরসভা

পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: নির্বাচন কমিশনার

৩ জুন ২০২৩ বিকাল ০৪:৫৭:২৩

পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: নির্বাচন কমিশনার

মোহাম্মদ শফিক, জেলা প্রতিনিধি (কক্সবাজার): নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, গাজীপুর সিটি নির্বাচনের মত সুষ্ঠু  ও নিরপেক্ষ নির্বাচন হবে । এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, সিসিটিভি ক্যামেরায় কেন্দ্র গুলো নিয়ন্ত্রণে রাখা হবে। মস্তানি বা অসৎ আচরণ কঠোর হাতে দমন করা হবে। আপনাদের মনে রাখতে হবে,আপনি এবং আপনার কর্মীর আচার-আচরণে প্রার্থীতাও বাতি হতে পারে।

৩ জুন শনিবার সকাল ১০ টায় কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। কক্সবাজার পাবলিক লাইব্রেরি হল রুমে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক শাহে ইমরান। কক্সবাজার জেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এ সভার আয়োজন করে। নির্বাচন কমিশনার প্রথমে কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের অভিযোগ শোনেন। সভায় পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া ৪ জন মেয়র প্রার্থী ও সকল কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন। সকাল ১০টায় শুরু হয়ে সোয়া ১১টা পর্যন্ত সভা চলে।

প্রার্থীদের উদ্দেশে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেন,আগামী ১২ জুন নিরপক্ষ সুষ্ঠু  ও নিরপেক্ষ, অবাধ নির্বাচন হবে। নির্বাচনের দিন আনসার,পুলিশ, বিজিবি,র‍্যাব মোতায়েন করা হবে।

এসময় উপস্থিতি প্রার্থীদের উদ্দেশ্য  আরও বলেন, আচরণবিধি আপনাদের প্রতিপালন করতে হবে। আমরা সবকিছু দেখব না, দেখতে পারবও না। তবে গণমাধ্যমকে আমরা গুরুত্ব দেই। আমাদের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমি  প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখেছি, দেওয়ালে ব্যানার পোস্টারে ভরে গেছে।


আহসান হাবিব খান বলেন, আপনাদের পোষ্টার ব্যনার সরিয়ে নিন। যদিও না নেওয়া হয় তাহলে ঢাকায় গিয়ে প্রার্থিতা বাতিল করা হবে । কেউ কারও বিরুদ্ধে অভিযোগ করলেই হবে না, অভিযোগের স্বপক্ষে প্রমাণও দিতে হবে।

কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজ ইসলাম বলেন, নির্বাচন কমিশনারের পক্ষে থেকে যেই নির্দেশ আমাদেরকে দেওয়া হবে, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। কেউ যদিও উশৃঙ্খল কোনও ঘটনা ঘটাতে চায় তাহলে কঠোর হাতে দমন করা হবে।

জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু নির্বাচন শুধু প্রশাসনের দায়িত্ব নয়, প্রার্থীদেরও দায়িত্ব। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
১৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:৫১