• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ দুপুর ০১:৩৬:৩৫ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ দুপুর ০১:৩৬:৩৫ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় ৩ রোহিঙ্গার মৃত্যু

২৯ মার্চ ২০২৩ বিকাল ০৪:১৮:৩৯

পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় ৩ রোহিঙ্গার মৃত্যু

মো. শফিক, জেলা প্রতিনিধি (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ায় স্থানীয় কিছু ভূমি খেকো লোকজন বনের জায়গা দখল করে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ৩ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে।

২৯ মার্চ বুধবার ভোরে উখিয়া থানার ৪নং রাজাপালং মুহুরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ক্যাম্প -১ এর মৃত মোহাম্মদ ওয়ারেসের ছেলে  সৈয়দ আকবর। মৃত আব্দুল মতলবের ছেলে জাহিদ হোসেন এবং সুলতান আহমদের ছেলে নুর কবির।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিলেন একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার একপর্যায়ে উপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙিনার অংশের পাহাড় ধসে পড়লে কর্মরত চার শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ আরও দুইজনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ আরেজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতদের মরদেহ উখিয়া থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ