• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:১৬:৪৯ (30-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:১৬:৪৯ (30-Apr-2024)
  • - ৩৩° সে:

সিটি কর্পোরেশন

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর সিলেটে উচ্ছেদ অভিযান

১৭ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৫:৩২

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর সিলেটে উচ্ছেদ অভিযান

সিলেট প্রতিনিধি: ‘হকারের দখলে সিলেট সিটির ফুটপাত ও সড়ক’ শিরোনামে এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর সিলেট নগরীর ফুটপাত ও সড়কে অভিযান পরিচালনা করেছে পুলিশ। ১৬ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে সুরমা টাওয়ারের সামন থেকে অভিযান শুরু করে বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, মদিনা মার্কেট, রিকাবীবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় হকারমুক্ত করে তারা।

দীর্ঘদিন থেকে ফুটপাত ও নগরীর রাস্তা দখল করে ব্যবসা করে আসছে হকররা। নগরীর প্রধান প্রধান সড়ক থেকে ছোট সড়ক ও পাড়া-মহল্লায়ও ছড়িয়ে পড়েছে হকারদের বিস্তৃতি। সিলেট যেন হয়ে উঠেছিলো হকারময় এক নগরী। নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ফুটপাতও হকারদের দখলে চলে গিয়েছিলো। সকাল থেকে রাত পর্যন্ত সমানভাবে হকারদের উপস্থিতি। এর ফলে মানুষের হাঁটা চলা ও গাড়ি চালাতে মানুষের ভোগান্তিতে পড়তে হয়। এ নিয়ে সংবাদ প্রকাশের পর শনিবার সকাল থেকে বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, মদিনা মার্কেট, রিকাবীবাজারসহ বিভিন্ন এলাকার রাস্তা দখল করে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করা হয়েছে। পুলিশের এ অভিযানের ফলে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ ও বন্দর বাজার পুলিশ ফাঁড়ির টুআইসি নিশু লাল দে-সহ থানা পুলিশ, বিভিন্ন ফাঁড়ির ইনচার্জরা।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। হকারদের জন্য প্রতিনিয়ত মানুষের হাঁটা চলা ও গাড়ি চালাতে মানুষের ভোগান্তিতে পড়তে হয়। শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় হাজারখানেক হকার উচ্ছেদ করেছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বোরহানউদ্দিনে গাঁজাসহ আটক ৩
৩০ এপ্রিল ২০২৪ দুপুর ০১:১০:১৪

নীলফামারীতে কীটনাশক পানে বৃদ্ধের মৃত্যু
৩০ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৪১:৪০

চকরিয়ায় ১২ লাখ পিস ইয়াবা উদ্ধার
৩০ এপ্রিল ২০২৪ দুপুর ১২:২৯:১০




২৩ নাবিক নিয়ে দেশের পথে এমভি আবদুল্লাহ
৩০ এপ্রিল ২০২৪ সকাল ১১:২৭:০৫



গাংনীতে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ
৩০ এপ্রিল ২০২৪ সকাল ১০:০৫:০১