• ঢাকা
  • |
  • শনিবার ২১শে আষাঢ় ১৪৩২ রাত ১০:১৯:৩৪ (05-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে আষাঢ় ১৪৩২ রাত ১০:১৯:৩৪ (05-Jul-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লা নগরীতে সিটি কর্পোরেশনে উচ্ছেদ অভিযান

কুমিল্লা প্রতিনিধি: যানজট নিরসন এবং ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে কুমিল্লা সিটি কর্পোরেশনে আবারো উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।১ জুলাই মঙ্গলবার কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।অভিযানটি কান্দিরপাড়, নিউমার্কেট, রাজগঞ্জসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিচালিত হয়। এতে রাস্তা ও ফুটপাতের পাশে গড়ে ওঠা ভাসমান দোকান, অবৈধ স্থাপনা এবং দোকানের মালামাল সরিয়ে ফেলা হয়।অভিযান পরিচালনা করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া। তাদের সঙ্গে নগর কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের অভিযান চলমান থাকবে এবং নগরীর জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হবে।