• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ০২:২৭:৫৮ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ০২:২৭:৫৮ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

সিটি কর্পোরেশন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

৩১ জুলাই ২০২৫ দুপুর ১২:৩৩:৫৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগ রহমতুল্লাহ স্কুল এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।

এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থানা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সোসাইটির জনগণ এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

৩০ জুলাই বুধবার সকাল ৯টায় শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতা কর্মী, স্বাস্থ্য বিভাগের মশক কর্মীদের দ্বারা বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশার ঔষধ প্রয়োগ করা হয়। এসময় এলাকাবাসীকে সচেতনতার জন্য পরামর্শ দেন পুরান ঢাকার কৃতি সন্তান নেওয়াজ আলী।

পরিচ্ছন্নতা প্রোগ্রাম চলাকালীন  ঢাকা দক্ষিণ সিটি অঞ্চল ৩ কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমান বলেন, বর্ষার মৌসুমকে মাথায় রেখে ডেঙ্গু প্রতিরোধে আমরা দুটি স্তরে কার্যক্রম শুরু করেছি, প্রথমটি হলো নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম। দ্বিতীয়টি হল বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম এবং জনগণকে সম্পৃক্তকরণ, জনসচেতনতামূলক র‍্যালি।  

মীর নেওয়াজ আলী বলেন, নগরবাসীকে সচেতন হতে হবে এবং বাসার ভেতরে, ফুলের টব, চৌবাচ্চা ও বারান্দায় জমে থাকা পানি তিনদিনের ভেতরে নিজ উদ্যোগে ফেলে দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন এবং নগরবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শাহবাগ অবরোধকারীদের সরিয়ে দিল পুলিশ
১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:০৬