• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ রাত ১০:৩১:২৬ (29-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ রাত ১০:৩১:২৬ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বয়স্কভাতা বন্ধ করে দেয়ার অভিযোগ

২ আগস্ট ২০২৩ রাত ০৮:৩২:৩৩

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বয়স্কভাতা বন্ধ করে দেয়ার অভিযোগ

তানভীর আহাম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় মজিবুর রহমান নামে ৭০ বছরের এক বৃদ্ধকে মৃত দেখিয়ে তার বয়স্কভাতার কার্ড বাতিল করার অভিযোগ পাওয়া গেছে। মজিবুর রহমান উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টংগুয়া গ্রামের বাসিন্দা।

এশিয়ান টিভি অনলাইনকে মজিবুর রহমান বলেন, ৪মাস ধরে আমি বয়স্কভাতার টাকা পাচ্ছি না। বয়স্কভাতার কার্ড পাওয়ার পর থেকে প্রতি ৩ মাস পরপর ১ হাজার ৫০০ টাকা করে পাচ্ছিলাম। কিন্তু এবারে আমার টাকার কোনো মেসেজ না আসায় উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারি, আমাকে সরকারি নথিপত্রে মৃত হিসেবে দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, আমি জীবিত থাকার পরও আমাদের মেম্বার হুমায়ুন কবির আমাকে সরকারি নথিতে মৃত দেখিয়েছে। আমি অসহায় মানুষ, বয়স হয়েছে। সাহায্যের কয়েকটা টাকা পেতাম সেটাও বন্ধ করে দেয়া হলো। আমি এ ঘটনা তদন্ত করে দোষীদের সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় ইউপি সদস্য হুমায়ুন বলেন, একই এলাকায় একই নাম হওয়ার কারণে ভুলবশত এটা হয়েছে। আশা করছি আগামীতে তিনি বয়স্কভাতা পেয়ে যাবেন।

ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, জীবিত মানুষকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড বাতিলের বিষয়ে আমি অবগত নই। তবে এটা মোটেই ঠিক হয়নি। আমি এটা দেখবো।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, আমি বিষয়টি জেনেছি। সকল কাগজপত্র অধিদফতরে পাঠিয়ে দেয়া হয়েছে। আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, পরবর্তি সময়ে ভুক্তভোগীর সমন্বয় করে দেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
২৯ এপ্রিল ২০২৪ রাত ০৯:২৯:৩০







মাভাবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮:৫৩