• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৩:০৪:৩৬ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৩:০৪:৩৬ (17-May-2024)
  • - ৩৩° সে:

রাজশাহী সড়ক বিভাগের অনিয়ম নিয়ে সেতুমন্ত্রীর নিকট অভিযোগ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর সড়ক বিভাগের নানা অনিয়ম আর দুর্নীতির কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রীর নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২৪ মার্চ রোববার পৃথকভাবে দুটি অভিযোগ দায়ের হয়েছে সড়ক ও সেতুমন্ত্রীর দফতরে।মানিক হোসেন নামের এক ব্যক্তি তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, রাজশাহী সড়ক বিভাগের জায়গায় বসবাস করা অবস্থায় সড়কের গাড়ি চালক বাহার উদ্দিন সড়কের ইট, রড নিজের নবনির্মিত ভবনে ব্যবহার করছেন। বিষয়টি রাজশাহী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিমকে একাধিকবার অবগত করা হলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বরং তিনি প্রথমে সড়ক থেকে নেওয়া জিনিসপত্রের বিষয়টি অস্বীকার করেন।পরে সিসি ক্যামেরার ফুটেজের কথা বলা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, আমাদের সড়ক বিভাগের ক্ষতিপূরণ করে দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। তাই সেই সকল জিনিসপত্র আমাদের নেওয়ার কোনো যুক্তি আসে না।অপরদিকে রাজশাহীর পুঠিয়া থেকে তাহেরপুর পর্যন্ত মিনি বিশ্বরোডে গড়ে ওঠা ১৭টি ব্রিজের মধ্যে নিয়ম বহির্ভূতভাবে সাতটি ব্রিজ তৈরি করা হয়েছে। যে ব্রিজগুলো দেখলে পথচারীরা ভিন্নভাবে সমালোচনা করছেন। কারো বাড়ি ঘিরে, কারো বা পুকুর ঘিরে, কারো বা ভিটা জমির সামনে অপ্রয়োজনীয় ব্রিজ নির্মাণ করে পথচারীদের হাসির খোরাক বানানো হয়েছে।লিখিত অভিযোগের বিষয়ে জানতে নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিমের নিকট গেলে তিনি মিডিয়াকর্মীদের বলেন, ব্রিজগুলো নিয়ম মেনে করা হয়েছে। তবে লিখিত অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।