• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৬:২১ (29-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৬:২১ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকার বহুতল ভবনে আগুন: নিহত ৭৫

১ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৭:৫২:১৯

দক্ষিণ আফ্রিকার বহুতল ভবনে আগুন: নিহত ৭৫

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একটি বহুতল ভবনে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫ হয়েছে। স্থানীয় সময় ৩১ আগস্ট বৃহস্পতিবার সকালে দেশটির গুটেং প্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর জোহানেসবার্গের ওই ভবনে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানায় দ্য গার্ডিয়ান।

এছাড়াও অগ্নিদগ্ধ হয়ে ও ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন অর্ধশতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মধ্যে অধিকাংশই আফ্রিকার মালাউয়ি মুসলিম নাগরিক।

ভবনকে কেন্দ্র করে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দূরদূরান্ত থেকে এসে স্বজনরা জড়ো হচ্ছেন ঘটনাস্থলে। তাদের আহাজারিতে আশপাশের এলাকা ভারী হয়ে উঠেছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের সুচিকিৎসা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রাক্তন মেয়র এবং অ্যাকশনএসএর নেতা হারমান মাশাবা বলেন, জোহানসবার্গ সিবিডিতে যে অগ্নিকাণ্ডে ৭৫ জনের মৃত্যু হয়েছে তা এড়ানো যেত, যদি শহরের কর্মকর্তারা পরিত্যক্ত ভবনগুলোর বিষয়টি গুরুত্ব সহকারে নিতেন।

গৌতেং প্রদেশের ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নেতা সলি মসিমঙ্গা বলেন, সিবিডিতে আরও বিল্ডিং রয়েছে, যা বাসিন্দাদের জন্য হুমকি। ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মাভাবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮:৫৩




কুষ্টিয়া থেকে অপহৃত বৃদ্ধ নাটোরে উদ্ধার
২৯ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৩৩:০৩



কোনালের ১০ গান কোটির মাইলফলক পেরিয়েছে
২৯ এপ্রিল ২০২৪ দুপুর ০২:১৬:২০