নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শীলমান্দিতে এন. আর নামের একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৬ ডিসেম্বর শনিবার রাত পৌনে দশটার দিকে মিলটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, খবর পাওয়ার পর মাধবদী স্টেশনের দুটি এবং নরসিংদী সদরের দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে পলাশ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দিলে মোট ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুন কীভাবে লাগল এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে মিল কর্তৃপক্ষ ও স্থানীয়দের মতে, তুলা ও সুতা পুড়ে মিলটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।