• ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩১ ভোর ০৪:১০:১০ (26-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩১ ভোর ০৪:১০:১০ (26-Jan-2025)
  • - ৩৩° সে:

আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর সহ ১২ দোকান ছাই

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ২৪ জানুয়ারি শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা ও মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।স্থানীয়দের সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া বাজারে শুক্রবার রাত ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়িঘরসহ অনেক দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। সবুজের চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো এলাকায় ছড়িয়ে পরে।এ সময় স্থানীয়রা আমতলী ও তালতলী ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মিজান বিশ্বাসের মুদি ও মনোহরি এবং ১টি বসতঘর, খলিলুর রহমানের মুদি ও মনোহরি, মো. সাঈদুর রহমানের মুদি মনোহরি, সবুজের চায়ের দোকান, বিধানের সেলুন, নাসির উদ্দিনের ইলেকট্রনিক্স, রমেসের মুদি মনোহরি, আলিমের মুদি মনোহরি, মো. ফারুকের মুদি মনোহরি, মঈনের মুদি মনোহরি, জলিলের মুদি মনোহরি ও আব্দুস ছত্তারের মুদি মনোহরি দোকানসহ মোট ১২টি ঘর পুরে ছাই হয়ে যায়।অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা জানিয়ে ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মো. মজিান বিশ্বাস সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডে মোগো পুরইর‌্যা সব ম্যাষ অইয়া গ্যাছে। এহন রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নাই। এ কি হলো আমাদের, আমরা রাস্তায় বইসা গেছি।আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. হানিফ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই হয়েছে।আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে দ্রুত ব্যাবস্থা নিবেন বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।