• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩২ ভোর ০৫:৫৫:৩৮ (06-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩২ ভোর ০৫:৫৫:৩৮ (06-Jul-2025)
  • - ৩৩° সে:

টিকাটুলির কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রাজধানীর টিকাটুলির হাটখোলা রোডের মামুন প্লাজার তৃতীয় তলায় একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।২ জুলাই বুধবার সকাল ৭টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, সকাল ৭টার দিকে তাদের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে তারা ভোর ৫টার দিকে ওই গোডাউনে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে তারা তাদের ইউনিট পাঠান সেখানে। তাদের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক মো. ছালেহ্ উদ্দিন বলেন, গোডাউনে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। কেমিক্যালগুলো দাহ্য, বিস্ফোরক এবং বিপজ্জনক। ফায়ার সার্ভিস সে তথ্য পায়নি, মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করেছে। তবে কেউ হতাহত হয়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।জানা গেছে, ১২ তলা বিল্ডিংয়ের ৩য় তলা পর্যন্ত প্যারাডাইস সাইন্টিফিক লিমিটেড কেমিক্যাল গোডাউন ছিল। তার ওপরে আবাসিক বিল্ডিং। সেখানকার বাসিন্দাদের নিরাপদে নিচে নামানো হয়েছে।