• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১০:২৫ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১০:২৫ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সখিপুরে এশিয়ান টিভির সাংবাদিকের উপর হামলাকারী কারাগারে

১৬ এপ্রিল ২০২৪ রাত ০৯:৩৩:৫৮

সখিপুরে এশিয়ান টিভির সাংবাদিকের উপর হামলাকারী কারাগারে

হামলাকারী মনির উদ্দিন উরফে মন্টু

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলায় এশিয়ান টিভির সাংবাদিকের মাথা ফাটানো সেই মনির উদ্দিন উরফে মন্টুকে (৭০) কারাগারে পাঠিয়েছে আদালত। ১৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসিন এ নির্দেশ দেন।

সোমবার সকালে হামলার ঘটনায় ওইদিনই মামলা করেন আহত সাংবাদিকের স্ত্রী। এই মামলায় মনির উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সখীপুর উপজেলা সড়কে মনির উদ্দিন কমপ্লেক্সের নিচতলায় এশিয়ান টেলিভিশন ও দৈনিক সময়ের আলো পত্রিকার স্থানীয় উপজেলা প্রতিনিধি নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু তার নিজ কার্যালয়ে কাজ করছিলেন। এ সময় উপজেলা সড়কের মনির উদ্দিন কমপ্লেক্সের নিচতলার একটি কক্ষের ভাড়ার চুক্তিপত্র নিয়ে সাংবাদিক সাইফুল ইসলামের সঙ্গে আওয়ামী লীগ নেতা মনির উদ্দীনের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে সাংবাদিকের কক্ষে থাকা এশিয়ান টেলিভিশনের বুম তুলে নিয়ে সাংবাদিকের মাথায় আঘাত করে সটকে পড়েন ওই নেতা।

স্থানীয় দোকানদারেরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আহত সাংবাদিক শাফলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সন্ধ্যার দিকে সাংবাদিকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ
১২ মে ২০২৪ দুপুর ০১:৫৩:৪৪