নরসিংদী কারাগারে কয়েদির মৃত্যু, গাফিলতির অভিযোগ
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা কারাগারে পুলিশের গাফিলতিতে এক কয়েদির মৃত্যু হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে ।২৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত কয়েদির নাম রুকন মিয়া (৩৫)। সদর উপজেলা নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে।নিহতের ভাই রুবেল বলেন, রুকন একেবারে সুস্থ ও স্বাভাবিক ছিল, তার শুধুমাত্র ডায়াবেটিসের সমস্যা ছিল এছাড়া শারীরিক কোন সমস্যা ছিল না। জেলা কারাগারের পুলিশ তাকে নির্যাতন করে হত্যা করেছে। না হলে হঠাৎ করে সে কেন মারা যাবে! রুকন গতকাল বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা হাসপাতালে নিয়ে আসে পুলিশ।কিন্তু এই বিষয়টি সম্পর্কে আমাদের পরিবারের কাউকে কিছু জানানো হয়নি। তখনই আমার ভাই মারা যায়। বিষয়টি তারা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। আজকের সকালে অন্যমাধ্যম থেকে খোঁজ নিয়ে হাসপাতালে এসে দেখি ভাই মৃত। পরিকল্পিতভাবে আমার ভাইকে কারাগারে হত্যা করা হয়েছে।জেল সুপারকে একাধিকবার বললেও তিনি বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এই ঘটনার পরপর নরসিংদী জেলা জুড়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারাগারের মধ্যে একজন কয়দির মৃত্যু নিয়ে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্য ও ধুম্রজাল।নরসিংদী কারাগারের জেল সুপার মো. শামীম জানান, মাদক মামলায় আসামী হিসেবে রুকন মিয়াকে নরসিংদী কারাগারে ছিলো। গতকাল বিকেলে কয়েদি রুকন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পরে। এ খবর অন্যান্য কয়েদিরা জানানোর সাথে সাথে তাকে নরসিংদী জেলা ১শ’ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করার পর কর্তব্যরত ডাক্তার খোকনকে মৃত ঘোষণা করে।প্রাথমিকভাবে ধারণা করছি সে শারীরিক অসুস্থতার কারণে মারা গিয়েছে। জেল থেকে তাকে কোনো নির্যাতন করা হয়নি। নিহতের লাশের সুরাতল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।