লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরীর নিমিত্তে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছে রাজনগর জোন (৩৭ বিজিবি)।
এছাড়াও, প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহী করতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সহযোগিতার হাত বাড়িয়ে অগ্রণী ভূমিকা পালন করছে রাজনগর জোন।
এরই ধারাবাহিকতায় আগামী ২৯ মে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশীপ অনুর্ধ্ব-১৯ এ অংশগ্রহণকারী উদীয়মান ফুটবল খেলোয়াড়, গুলশাখালী ইউনিয়নের শান্তি নগর এলাকার রিয়েলী চাকমা, পিতা-নবীন চাকমাকে উৎসাহ প্রদান করতে ১৮ মে বিজিবি রাজনগর জোন কমান্ডার সংবর্ধনা এবং আর্থিক প্রণোদনা প্রদান করেন।
এ সম্পর্কে রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল নাহিদ হাছান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই উদ্দীপনাকে ধারণ করে বিজিবি রাজনগর জোন স্থানীয় জনগোষ্ঠীদের জন্য নানাবিধ সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এছাড়াও, সমাজে প্রতিভাবান খেলোয়াড়দের সবসময়ই উৎসাহ প্রদানসহ উদীয়মান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে জোন বিভিন্ন টুর্ণামেন্টের আয়োজন করে আসছে। রাজনগর জোনের এই ধরনের কর্মকাণ্ডের ধারাবাহিকতা ভবিষ্যতে চলমান থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available