আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পুলিশি হয়রানি বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা ধর্মঘট ঘোষণা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। তাদের এই দাবিতে ঐক্যমত পোষণ করে আখাউড়ায় ধর্মঘট পালন করছে সিএনজি মালিক ও শ্রমিকরা।
২৭ জুলাই সকাল থেকে আখাউড়ার সকল সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া সিএনজিস্ট্যান্ড থেকে কোন সিএনজি ছেড়ে যায়নি। অনেক ব্যাটারি চালিত রিকশা আখাউড়া বাইপাস এলাকায় আসলে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে।
ধর্মঘটের কারণে স্কুল কলেজের শিক্ষার্থী, হাসপাতালে আগত যাত্রীসহ জরুরী প্রয়োজনে বের হওয়া যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
এ বিষয়ে আখাউড়ার কয়েকজন সিএনজি চালকের সাথে কথা বললে তাঁরা জানান ব্রাহ্মণবাড়িয়া সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সাড়া দিয়ে তাঁরা এ ধর্মঘট পালন করছেন।
জানা যায় শনিবার (২৬ জুলাই) শহরের মেড্ডা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকদের যৌথ সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ২৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন।
সংগঠনের নেতারা জানান, সড়কে ট্রাফিক পুলিশের লাগাতার হয়রানি, গাড়ি ছাড়াতে অতিরিক্ত অর্থ দাবি, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে তারা এ কর্মসূচি ঘোষণা করেছেন।
বর্তমানে তাদের প্রায় ১০০টিরও বেশি সিএনজি ও অটোরিকশা জব্দ করে রাখা হয়েছে। এ সংক্রান্ত সব দুর্নীতি দূরীকরণে কোনো সুস্পষ্ট পদক্ষেপ না নিলে অনির্দিষ্টকালের জন্য জেলায় সিএনজি চলাচল বন্ধ থাকবে।
এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন তিনি একটা জরুরী মিটিংয়ে রয়েছি আখাউড়া থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলুন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন আখাউড়া থানার এসআই জাহিদ সেখানে গিয়েছিলো ধর্মঘট পালন কারীদের বলা হয়েছে তাঁরা যেনো চলাচলে বিঘ্ন না ঘটায়। কোন দাবি থাকলে জেলা প্রশাসক স্যারসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সমাধান করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available