সিলেটে দুই রুটে পরিবহন ধর্মঘট
স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট-জকিগঞ্জ ও সিলেট-বিয়ানীবাজার সড়কে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে।৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে এ দুটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যান চলাচল করছে। এর আগে সোমবার সিলেট-জকিগঞ্জ রুটে বাস বন্ধ রাখেন শ্রমিকরা।স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের জকিগঞ্জে বাস চাপায় শিশু নিহতের প্রতিবাদে রোববার একাধিক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা। নিরাপত্তাহীনতা, বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সোমবার এক রুটে এবং মঙ্গলবার দুটি রুটে এ কর্মবিরতি শুরু করে। কর্মবিরতির কারণে সিলেট-জকিগঞ্জ ও সিলেট-বিয়ানীবাজার সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার অন্য সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, বাস ভাঙচুরের বিষয়ে শ্রমিকরা একটি অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ব্যাপারটি তদন্তাধীন আছে।