শ্রীপুরে ক্যাট্রেক্স ফ্যাশন শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া এলাকায় অবস্থিত ক্যাট্রেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড কারখানায় ছয় মাসের বকেয়া বেতন, ছুটির টাকা ও হাজিরা বোনাসের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা।১০ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৭টা থেকে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ দিতে এসে তারা দেখেন কারখানার গেইটে তালা ঝুলানো। এরপরই ক্ষুব্ধ হয়ে তারা বকেয়া পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়কে অবস্থান নেন।কারখানার শ্রমিক লিটন বলেন, ‘বিনা নোটিশে হঠাৎ গেইটে তালা ঝুলানো দেখে সবাই ক্ষুব্ধ হয়েছি। ছয় মাসের বেতন বকেয়া থাকায় দোকান বাকি, ঘর ভাড়া পরিশোধ করতে পারছি না। মানবেতর জীবনযাপন করছি। দ্রুত বকেয়া বেতন পরিশোধ করতে হবে। আর যদি কারখানা বন্ধই করা হয়। তাহলে অগ্রিম তিন মাসের বেতন দিতে হবে।’এ বিষয়ে কারখানার ডিজিএম (অপারেশন) ফারুক হোসেন খান বলেন, ‘কাজের সংকট থাকায় কয়েক মাস ধরে শ্রমিকরা এসে বসে থাকে। তাই মালিক পক্ষ গত রাতে চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছেন।’