• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৫:৪৬:২৯ (03-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৫:৪৬:২৯ (03-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়াকৈরে বেতনের দাবিতে উত্তেজনা, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ

২৩ মে ২০২৫ বিকাল ০৩:৩৮:২০

কালিয়াকৈরে বেতনের দাবিতে উত্তেজনা, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের শত শত শ্রমিক বকেয়া সার্ভিস চার্জ ও ছুটির অর্থ পরিশোধের দাবিতে শুক্রবার (২৩ মে) সকাল ১০টার দিকে দফায় দফায় বিক্ষোভ করেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় অবরোধের প্রস্তুতি নেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উত্তেজিত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তবে পুলিশ দাবি করেছে, তারা পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে।

পরে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক ও পুলিশের মধ্যে এক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে শ্রমিকরা অভিযোগ করেন, ২০২৪ সালের ৯ নভেম্বর কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করেই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর গত ২৮ ডিসেম্বর মালিকপক্ষ পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ একাধিকবার তারিখ পিছিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছে, ফলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকদের সড়ক অবরোধের পরিকল্পনার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই পুলিশ সতর্ক ছিল, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছিল, যার ফলে বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

এ বিষয়ে কারখানা মালিকপক্ষ মাহমুদ জিন্স লিমিটেড ও মাহমুদ ওয়াশিং প্লান্ট লিমিটেডের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

উত্তরায় বিওয়াইডি’র শাখা উদ্বোধন
২ আগস্ট ২০২৫ রাত ১১:৩৯:১০






বরিশালের কোচ হলেন আশরাফুল
২ আগস্ট ২০২৫ রাত ০৮:১৮:৩১



ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২০৯
২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৮:১১