• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:০৩:৫৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:০৩:৫৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

শ্রমিক ছাঁটাই, কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নিট হরাইজন নামক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের প্রতিবাদে ২৩ এপ্রিল সকাল সোয়া দশটা থেকে ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে।এতে সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সোয়া এগারোটার দিকে সেনাবাহিনী এসে শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ ত্রিশজন শ্রমিকে ছাঁটাই করেছে। আরো শ্রমিকের তালিকা করছে। মঙ্গলবার তারা কাজ করেছেন। বুধবার সকালে কাজে গিয়ে দেখি নিদিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছি। কারখানা কর্তৃপক্ষ বিনা কারণে শ্রমিক ছাঁটাই করেছে। বিধি মোতাবেক শ্রমিকদের পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করেছে। আমরা শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমেছি। চাকরি হারা হয়ে আমরা বিপাকে পড়েছি। এখন আমরা কি ভাবে আমাদের দেনা পরিশোধ করবো। শ্রমিকরা আরো জানান, সকাল নয়টা থেকে আমরা কারখানার সামনে আন্দোলন করি। সকাল সোয়া দশটায় সড়ক অবরোধ করি।মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী বলেন। মহাসড়কে শ্রমিকরা আন্দোলন করছে এমন খবর পাওয়ার পর পর এই ঘটনাস্থলে গিয়ে, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। শ্রমিকরা মহাসড়ক থেকে না সরলে, পরে ঘটনাস্থলের সেনাবাহিনী এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে, মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।এ বিষয়ে যোগাযোগ করে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, সেনাবাহিনীর হস্তক্ষেপে শ্রমিকদের সড়ক থেকে সরানো হয়। কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।