• ঢাকা
  • |
  • শনিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:০২:২৭ (18-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:০২:২৭ (18-May-2024)
  • - ৩৩° সে:

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের আন্দোলন

মানিকগঞ্জ প্রতিনিধি: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের শ্রমিকরা।২ জানুয়ারি মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত একাধিক শ্রমিক বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব। তবে অজ্ঞাত কারণে সরকারি নীতিমালা অনুযায়ী আমাদের বেতন-ভাতা দিচ্ছে না রাইজিং স্পিনিং মিল কর্তৃপক্ষ।একাধিকবার শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি জানালেও এ বিষয়ে উদাসীন রয়েছে কর্তৃপক্ষ। তাই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে বলেও জানান তারা।নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, সরকার গার্মেন্টস সেক্টরে নতুন কাঠামো করে বেতন-ভাতা দিচ্ছেন। স্পিনিং মিল তার আওতাভুক্ত নয়।তিনি আরও বলেন, এ বিষয়টি না বুঝেই আন্দোলন করছে রাইজিং স্পিনিং মিলের শ্রমিকরা। এখানে কারও ইন্ধনে অসাধু কিছু শ্রমিক অহেতুক এই আন্দোলন করছে বলে মন্তব্য করেন তিনি।বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু বলেন, আন্দোলনের খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে এসেছি। পরে তাদের সাথে কথা বলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।