• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৬:১০:১৮ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৬:১০:১৮ (20-May-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্টের সাথে হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

৫ অক্টোবর ২০২৩ রাত ০৯:৪৮:০০

মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্টের সাথে হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মো. ওমর ফারুক খোন্দকার, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপের অষ্টম জাতীয় প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়ী পিপিএম-পিএনসি জোট প্রার্থী ড. মোহাম্মদ মুইজ ও ভাইস প্রেসিডেন্ট হোসেইন মোহাম্মদ লতিফের সাথে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুর দেড়টায় প্রসিডেন্ট ড. মোহাম্মদ মুইজের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় হাইকমিশনার, বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রেরিত অভিনন্দনপত্র হস্তান্তর করেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুইজের কাছে।

সাক্ষাৎকারে ড. মোহাম্মদ মুইজ বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ ও ভাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।  

এছাড়াও নব-নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুইজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য হাইকমিশনার অনুরোধ জানান। সাক্ষাৎকালে মিশনের কাউন্সেলর মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ