• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৪৮:৪৬ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৪৮:৪৬ (09-May-2024)
  • - ৩৩° সে:

মালদ্বীপে গুরুতর আহত প্রবাসীকে বিমানের টিকেট দিল হাইকমিশন

মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে প্রবাসীকর্মী মো. আনিসুর রহমান (৪৫) গুরুতর আহত হয়ে একমাস যাবত রাজধানী মালের আই জি এম এএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৈধ কোনো মালিক না থাকায় চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে ছিল অসাধ্য।এমতাবস্থায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দায়িত্ব নিয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতায় এয়ার টিকেট প্রদান করে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। মো. আনিসুর রহমান কুড়িগ্রামের রৌমারী উপজেলার পশ্চিম খঞ্জনমারা গ্রামের মোহাম্মদ আবু তালেবের পুত্র।মালদ্বীপের বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে দৈনিক ভাতায় কাজ করে আসছিলেন আনিসুর রহমান। কর্মরত অবস্থায় হঠাৎ করে উপর থেকে নিচে পড়ে মাথা এবং পিঠে আঘাত পান তিনি। দীর্ঘদিন চিকিৎসা নিয়েও তার অবস্থার উন্নতি না হওয়ায় ৩ মে শুক্রবার হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের নির্দেশে প্রবাসী মো. আনিসুর রহমানের গুরুতর আহত হওয়ার কথা জেনে দেখতে যান মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ।আনিসুর রহমানের বৈধ কোনো কাগজপত্র না থাকায়, তাকে দেশে পাঠানোর জন্য হাইকমিশন কর্তৃক ফ্রি ট্রাভেল পারমিট ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি বিমান টিকিট হস্তান্তর করেন মিশন কাউন্সিলর। এ সময় উপস্থিত ছিলেন ফোর এল ইন্টারন্যাশনালের কর্ণধার হাদিউল ইসলাম ও মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান।শুক্রবার ৩ মে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা পৌঁছা মাত্র, রাত ১১টায় তাকে দ্রুত নিউরো সার্জন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহায়তায় আনিসুর রহমানকে মালদ্বীপ থেকে ঢাকা পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেন মালদ্বীপ রেড ক্রিসেন্ট সোসাইটির সেচ্ছাসেবক এমকে আর কামাল হোসেন।