• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:৩৫:৪৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:৩৫:৪৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

তিতুমীর কলেজে ভর্তিচ্ছুদের জন্য বিনামূল্যে আইটি সহায়তা

৮ অক্টোবর ২০২৪ দুপুর ০১:০১:৪৪

তিতুমীর কলেজে ভর্তিচ্ছুদের জন্য বিনামূল্যে আইটি সহায়তা

তিতুমীর কলেজ প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে, আর এই সময় বিনামূল্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আইটি ও কারিগরি সহায়তা দিচ্ছে তিতুমীর কলেজ আইটি সোসাইটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের ছাত্রীনিবাসের সামনে বিশেষ বুথ সহায়তা ডেস্ক স্থাপন করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা ভর্তি ফরম পূরণ থেকে শুরু করে অনলাইন পেমেন্টসহ যাবতীয় প্রযুক্তিগত সহায়তা পাচ্ছেন।

ভর্তি প্রক্রিয়ায় সাহায্য নিতে আসা শিক্ষার্থীদের অভিজ্ঞতা থেকে বোঝা যায়, এই আইটি সহায়তা বেশ কার্যকর ভূমিকা পালন করছে। ইতিহাস বিভাগে ভর্তি হতে আসা হৃদয় মালো বলেন, ‘আমি ইন্টারনেট সমস্যার কারণে সিআইএফ ফরম পূরণ করতে পারিনি। কলেজে আসার পর তিতুমীর কলেজ আইটি সোসাইটি আমার ফরম পূরণ ও পেমেন্ট সম্পন্ন করে দেয়। তারা এর জন্য কোনো টাকা নেয়নি। এজন্য তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ।’

অর্থনীতি বিভাগে ভর্তিচ্ছু আরেক শিক্ষার্থী মেহবুব হাসানও একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, ‘সিআইএফ ফরমটা পূরণ করতে পারছিলাম না। ক্যাম্পাসের সামনের দোকানগুলোতে অনেক ভিড় ছিল। পরে আইটি সোসাইটির বুথ থেকে আমি ফরম পূরণ ও পেমেন্ট সম্পন্ন করি। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ।’

তিতুমীর কলেজ আইটি সোসাইটির সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম জানান, ‘অনেক শিক্ষার্থী ফরম পূরণ ও অনলাইন পেমেন্ট নিয়ে সমস্যায় পড়েন। এই চিন্তা থেকেই আমরা বিনামূল্যে আইটি সাপোর্ট দেওয়ার উদ্যোগ নিয়েছি, যাতে শিক্ষার্থীরা সহজে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেন।’

উল্লেখ্য, তিতুমীর কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং এটি আগামী ৯ অক্টোবর পর্যন্ত চলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১