দীর্ঘ ছুটি শেষে ফিরেছে তিতুমীরের শিক্ষার্থীরা
তিতুমীর কলেজ প্রতিনিধি: মাহে রমজান, মহান স্বাধীনতা দিবস, জুমা’তুল বিদা, শব-ই কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৩৫ দিনের ছুটি শেষে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাস।কলেজ প্রশাসনের ঘোষণানুযায়ী, ৬ এপ্রিল শনিবার থেকে খোলার পর ধীরে ধীরে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। ১৩ এপ্রিল রোববার ক্যাম্পাসে দেখা গেছে প্রাণচাঞ্চল্যে ভরপুর পরিবেশ।দিনের শুরু থেকেই শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লাইব্রেরি, শারীরিক শিক্ষা কক্ষ, কলেজ ক্যান্টিন ও মূল ফটকের ওপারের দোকানগুলোতে দেখা যায় শিক্ষার্থীদের আনাগোনা। এছাড়াও বেলায়েত চত্বর, শাকিল চত্বর, শহীদ মিনার, বরকত মিলনায়তন, পুষ্পকানন ও সেমিনার কক্ষগুলোতেও শিক্ষার্থীরা জমেছে গল্পে, আড্ডা আর আনন্দে। ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীদের অনুভূতিও ছিল দারুণ উচ্ছ্বাসে ভরা।ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, দীর্ঘ ছুটির পর ক্যাম্পাসে ফিরে বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় খুব ভালো লাগছে। এতদিন ক্যাম্পাস বন্ধ থাকায় একসঙ্গে আড্ডা দেয়া হচ্ছিল না। এখন সবার সঙ্গে ঈদের স্মৃতিচারণ আর আড্ডায় সময়টা দারুণ কাটছে।সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বায়জিদ হাসান বলেন, ক্যাম্পাসে ফিরে আবারও আগের পরিবেশ ফিরে পেয়েছি। বন্ধুদের সঙ্গে খেলা, আড্ডা সবকিছুই আবার নতুন করে শুরু করব।