• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:২৫:৪২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:২৫:৪২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

ইটনায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধার উপর হামলা

১৫ জুলাই ২০২৪ সকাল ০৮:০০:২৯

ইটনায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধার উপর হামলা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আবু সিদ্দিক (৭৪) এর হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

১৪ জুলাই রোববার সন্ধ্যায় উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের আলগা পাড়া শেখের হাটিতে এই ঘটনা ঘটে।

এই বিষয়ে বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আবু সিদ্দিক ইটনা থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আবু সিদ্দিক জানান, দীর্ঘদিন ধরেই বাড়ির সীমানা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিলো প্রতিবেশী আত্মীয়-স্বজনদের সাথে। এই নিয়ে এলাকাবাসী বিচার সালিশে বসলেও তারা না মেনে প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলো।

তিনি আরও জানান, সঠিক বিচারের জন্য আদালতে মামলা করলে প্রতিবেশী আত্মীয়-স্বজন আরও ক্ষুব্ধ হয়ে বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে তিনি আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আবু সিদ্দিক পুলিশ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু বিচারের দাবি করেন।

লিখিত অভিযোগের ভিত্তিতে জানা গেছে, হামলার ঘটনায় জড়িত মৃত ইদ্রিস মিয়ার ছেলে মো. উচ্ছাস মিয়া (৩০), মো. আবু বাক্কার (২৫), মো. আরিফ মিয়া (২০) এবং তার স্ত্রী মোছা. হেলেনা বেগম।

ইটনা উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ঠাকুর জানান, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের উপর এইভাবে অতর্কিত হামলা করে আহত করা ঠিক হয়নি। তিনি সকল বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং সঠিক বিচারের দাবি করেন।

ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১