স্পোর্টস ডেস্ক: অচলাবস্থা কাটিয়ে যেন আচমকাই নতুন উদ্যমে শুরু হচ্ছে পাকিস্তানের ক্রিকেটের যাত্রা। ভারতের সঙ্গে সামরিক সহিংসতার জেরে বন্ধ হয়ে গিয়েছিল দেশটির সব পর্যায়ের ক্রিকেট। পিএসএল তো বটেই, দেশটির স্থানীয় পর্যায়ের আরও তিন ক্রিকেট আসর বন্ধ ঘোষণা করেছিল পাকিস্তান।
কিন্তু মঙ্গলবার যেন নতুন জোয়ার শুরু হলো। একইদিনে ঘোষণা এলো পিএসএল পুনরায় মাঠে গড়ানোর। এরপরেই জানানো হলো সাদা বলে দেশটির নতুন ক্রিকেট কোচের নামও। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং কোচ মাইক হেসন এসেছেন ’৯২ এর বিশ্বকাপজয়ীদের হাল ধরতে। এবার গুঞ্জন আছে, বাংলাদেশ সিরিজ নিয়েও।
পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, আগামী ২৭ তারিখ থেকে মাঠে গড়াতে পারে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যেকার সিরিজ। ৫ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরুর প্রাথমিক সময় ছিল ২৫ মে। কিন্তু পিএসএল পিছিয়ে যাওয়ার প্রভাব পড়েছে এই সিরিজে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিসিবি সভাপতি মহসিন নাকভি জানান, বিরতির পর শুরু হওয়া পিএসএলের দশম আসরের ফাইনাল হচ্ছে ২৫ মে। স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশ বনাম পাকিস্তানের সিরিজ পেছানোর কথা। আর সেটাই হতে যাচ্ছে।
এখন পর্যন্ত আনুষ্ঠানিক ষোষণা না এলেও জানা যাচ্ছে, ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত চলবে সিরিজ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সিরিজের প্রথম দুই ম্যাচ হওয়ার কথা ছিল ফয়সালাবাদে। তবে বোর্ডের সূত্রে সামা টিভি জানিয়েছে সিরিজের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
এর আগে গতকালই জানা গিয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানে দল পাঠাতে রাজি।
প্রাথমিকভাবে সাদা বলের এই ট্যুরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল দুই দলের। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত করা হয় এটিকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available