মানিকগঞ্জ প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের সিংগাইরে ২০১৩ সালের চার জনকে গুলি করে হত্যার মামলার শুনানিতে অংশ নিতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আজ ২২ মে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে।
মামলার শুনানিতে মমতাজ বেগমের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম এবং জাহিদ খান উজ্জ্বল।
এর আগে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হয়ে ওই বছরই সংরক্ষিত নারী আসনে নবম জাতীয় সংসদের সদস্য মনোনীত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের বিদ্রোহী প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন।
বর্তমানে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তার সৎছেলে সিংগাইর পৌরসভার মেয়র এবং ভাগনে শহিদুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাদের আত্মীয়স্বজনের অনেকেই ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগে পদে রয়েছেন।
তার বিরুদ্ধে পরিবহন চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ ও পদবাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়াও মানিকগঞ্জের সিংগাইর থানায় হত্যা মামলা এবং হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি তিনি। ঢাকার বিভিন্ন থানায়ও রয়েছে একাধিক মামলা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available