• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:৩২:৩০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:৩২:৩০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র উদ্যোগে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব

১৯ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৫২:৫৭

বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র উদ্যোগে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব

আরব আমিরাত প্রতিনিধি: ব্যস্ত প্রবাস জীবনে আনন্দ বিনোদনের কল্পনাও করা যায় না। তারপরেও নতুন প্রজন্মের কাছে দেশীয়  সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে প্রবাসীরা করে থাকেন বিভিন্ন অনুষ্ঠান।

তেমনিভাবে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দেশীয় সংস্কৃতি সম্পর্কে উৎসাহিত করতে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুবাই মুশরিফ পার্কে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই'র উদ্যোগে আয়োজন করা হয় বসন্ত উৎসব।

আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে সপরিবারে নানা রকম পোশাক পরিধানে অসংখ্য পরিবারের উপস্থিতিতে উৎসবস্থল পরিণত হয় বাংলাদেশি এক ব্যতিক্রমী মিলন মেলায়। এতে নজর কাড়ে পার্কে আসা বিভিন্ন দেশের দর্শনার্থীদের।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের ছিল ছোট ছেলে-মেয়েদের নানা রকম খেলাধুলা, আইস ডান্স, নৃত্য, কবিতা আবৃত্তি, বসন্ত সাজ প্রতিযোগিতা, মহিলাদের মুখে পানি নিয়ে দৌড় প্রতিযোগিতাসহ নানারকম খেলাধুলা। দুপুরে সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন ছিল দেখার মতো।

লেডিস ক্লাব ইউএইর ফাউন্ডার লিজা হোসেনের সভাপতিত্বে ও টিম লিডার রোমানা বর্ণির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ক্লাবের উপদেষ্টা ইয়াসমিন মেরোনা, সিআইপি জেসমিন আক্তার, লাবণ্য আদিল, রোমানা আক্তার, ফারহানা নেছার খান, শরিফা সৈনিক, ফাতেমা আহাদ প্রমুখ।

আয়োজকদের মধ্যে আরও ছিলেন ক্লাবের সভাপতি লাবণ্য আদিল, সহ-সভাপতি সাদিয়া আফছার, সহ-সভাপতি নিশাত জাহান চৌধুরী নিশু, কোঅর্ডিনেটর শারমিন রাঁখি, তাকিয়া সুলতানা, সাহিদা আফরিন সেজুতি, টিম লিডার মহসিনা সুলতানা তানিয়া, টিম লিডার  ইশিকা পারভিন, টিম লিডার ঈশিকা মাজহার, কামরুন নাহার, নাসরিন আক্তার, ফাহমিদা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১