ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ও শিল্পপাড়া এলাকায় প্রবাসীদের উদ্যোগে সম্প্রতি বাস্তবায়িত জনকল্যাণমূলক কাজগুলো এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়ালেও, এর মধ্যে একটি দুঃখজনক ঘটনা আঘাত হেনেছে এ মহৎ প্রচেষ্টায়।
কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে বসানো রোড সাইন গুলোর মধ্যে আমিনার গোধার পাশের একটি রোড সাইন শুক্রবার মধ্যরাতের যে কোনো সময়ে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংস্থার সংশ্লিষ্টরাসহ সচেতন এলাকাবাসী।
তারা বলেন, এটি শুধু একটি সাইনবোর্ড চুরির ঘটনা নয়, এটি একটি এলাকার সম্মিলিত প্রয়াসকে অসম্মান করার নামান্তর। আমরা এতে গভীরভাবে লজ্জিত ও ব্যথিত।
প্রসঙ্গত, প্রাথমিকভাবে কাঞ্চননগরের ২০টি গুরুত্বপূর্ণ স্পটে, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, মসজিদ, মাদ্রাসা ও মন্দির এলাকায় এসব রোড সাইন বসানো হয়েছে, যাতে পথচারী ও বহিরাগতরা দিকনির্দেশনায় সহায়তা পান।
অন্যদিকে শিল্পপাড়া প্রবাসীদের ব্যবস্থাপনায় ও অর্থায়নে প্রাথমিকভাবে ২৫টি স্পটে স্ট্রিট লাইট বসানো হয়েছে, যা অন্ধকার ও ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল সহজ ও নিরাপদ করে তুলেছে।
এলাকাবাসীরা বলেন, প্রবাসীরা দূরে থেকেও নিজের এলাকা নিয়ে যে আন্তরিকতা দেখিয়েছেন, তা প্রশংসার যোগ্য। তবে কিছু অসচেতন মানুষের এমন অপকর্ম গোটা সমাজের মুখে কলঙ্ক লাগিয়েছে।
তারা দ্রুত চুরি হওয়া রোড সাইন উদ্ধারের দাবি জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন এই ধরনের জনবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available