• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:১৫:৫৭ (29-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:১৫:৫৭ (29-Jul-2025)
  • - ৩৩° সে:

বাংলাদেশ

বিমানবন্দর থেকে আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

২৭ জুলাই ২০২৫ সকাল ০৮:৩৭:১০

বিমানবন্দর থেকে আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ না হওয়ায় ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা এই তথ্য জানিয়েছে।

২৫ জুলাই শুক্রবার বিমানবন্দরের টার্মিনাল-১-এ টানা সাত ঘণ্টার বিশেষ অভিযান চালায় দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা। এতে উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের ৪০০ জনের বেশি যাত্রীর ভ্রমণ সংক্রান্ত তথ্য, নথিপত্র ও ব্যক্তিগত পটভূমি যাচাই করা হয়।

একেপিএস-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে সবাই পুরুষ। এর মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় ও ৯ জন পাকিস্তানি। ভ্রমণের কারণ সন্দেহজনক এবং অতীত রেকর্ডে অসংগতি থাকায় তাদেরকে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

বিবৃতিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের ভ্রমণ নথি, উদ্দেশ্য ও ব্যক্তিগত তথ্য খতিয়ে দেখা হয়। এরপর প্রচলিত আইন অনুযায়ী তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

এর আগের দিন বৃহস্পতিবার, একই কারণে ১২৩ বাংলাদেশিসহ মোট ১৯৮ জনকে ফেরত পাঠিয়েছিল মালয়েশিয়া কর্তৃপক্ষ।

একেপিএস জানিয়েছে, মানবপাচার ও সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহার ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। সংস্থাটি বলেছে, মানবপাচারের বিরুদ্ধে প্রতিরোধমূলক কৌশল হিসেবে এই অভিযান আরও জোরদার করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ