• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৬:৫২:৪৯ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৬:৫২:৪৯ (20-May-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ারুল হক

১২ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:০১:২৭

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ারুল হক

আন্তর্জাতিক ডেস্ক: বেলুচিস্তান আওয়ামী পার্টির সিনেটর আনোয়ারুল হক কাকারকে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। ১২ আগস্ট শনিবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করে। বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ এক বৈঠেকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাকার ব্যপারে ঐক্যমত পোষণ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বিরোধী দলীয় নোতা রাজা রিয়াজ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাকারের নিয়োগের সুপারিশ প্রেসিডেন্ট আলভির কাছে পাঠিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে দেখা করার পর তার বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে রাজা রিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হতে হবে একটি ছোট প্রদেশের এবং বিতর্কিত নয় এমন ব্যক্তিকে। আমাদের লক্ষ্য ছিল ছোট প্রদেশের বঞ্চনার অনুভূতি দূর করা। আমরা অবশেষে ঐক্যমতে পৌঁছেছি। আনোয়ারুল হক কাকারকেই পরবর্তি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৮ সালে গঠিত হয়েছিল বেলুচিস্তান আওয়ামী পার্টি। একই বছর রাজা রিয়াজ সিনেটের মধ্যে পার্লামেন্টারি নেতা নির্বাচিত হন। ৫ বছরের জন্য দলের নেতা নির্বাচিত হয়েছিলেন কাকার। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ