বিনোদন ডেস্ক: অমর নায়ক সালমান শাহ’র স্বপ্নের ঠিকানা সিনেমার পরিচালক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
৩ জানুয়ারি বুধবার দিনগত রাত ৩টায় তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চলচ্চিত্র পরিচালক এমএ খালেকের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অপূর্ব রানা।
তিনি জানান, রাজধানীর মধুবাগ মসজিদে জোহরের জামাজের পর জানাজা শেষে মিরপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসাসফল ছবি বেদের মেয়ে জোসনা। এরপর যে ছবিটিকে বেশি ব্যবসা সফল বলা হয়ে থাকে, সেটি হচ্ছে সালমান শাহর ‘স্বপ্নের ঠিকানা’।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available