• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ সকাল ১০:৩১:৪৫ (30-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ সকাল ১০:৩১:৪৫ (30-Jul-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

২১ জুলাই ২০২৫ বিকাল ০৪:০৪:০০

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বহু লোক দগ্ধ আহত হয়েছেন। 

মর্মান্তিক এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

২১ জুলাই সোমবার দুর্গটনার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন তিনি। সেখানে তারেক রহমান লিখেছেন, মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা মর্মাহত। আমরা চাই যে, কোনও শিক্ষার্থীকে তাদের শিক্ষা, বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের সুবিধার্থে প্রতিষ্ঠানগুলিতে এই ধরনের আতঙ্কের মুখোমুখি হতে হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেন, আমার আন্তরিক প্রার্থনা শোকসন্তপ্ত তরুণদের আত্মার সঙ্গে রয়েছে এবং আমি বিএনপির নেতা, কর্মী ও পেশাদারদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের একসঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

এর আগে, বেলা ১টা নাগাদ বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়ে। এটি বিমান বাহিনীর এফ-৭ বিজিআই(৭০১) মডেলের বলে জানা গেছে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে যায়।

সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে আরও যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ