• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩২ রাত ০৩:১০:৪৩ (31-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩২ রাত ০৩:১০:৪৩ (31-Jul-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

রাঙামাটিতে চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়া প্রতারক রুবেল চাকমা আটক

৩০ জুলাই ২০২৫ সকাল ০৮:৫৮:৩৯

রাঙামাটিতে চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়া প্রতারক রুবেল চাকমা আটক

রাঙামাটি প্রতিনিধি: আনসার ও  পুলিশ বাহিনীর পোশাক পরে বিভিন্ন ধরনের ছবি ফেসবুকে ছড়িয়ে নিজেকে একজন বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিশ্বাস অর্জনের মাধ্যমে নানান জনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া রুবেল চাকমা নামের এক প্রতারককে আটক করেছে রাঙামাটি জেলা আনসার ব্যাটালিয়নের বিশেষ টিম।

রাঙামাটি জেলা আনসার ব্যাটালিয়নের জেলা কমাড্যান্ট অফিসার মো. আনোয়ার হোসেন ২৯ জুলাই মঙ্গলবার দিবাগত মধ্যরাতে প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাঙামাটি জেলা শহরের আমানতবাগ এলাকা থেকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রুবেল চাকমা (২৫) নামে এক প্রতারককে আটক করেছে জেলা আনসার ব্যাটালিয়ন।

২৯ জুলাই মঙ্গলবার রাত ১০টার দিকে আনসার ব্যাটালিয়নের জেলা সার্কেল অ্যাডজুটেন্ট আনোয়ার জাহেদের নেতৃত্বে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল চাকমা রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের হাতিয়াছড়া গ্রামের বাসিন্দা অনিল কুমার চাকমার সন্তান বলে জানা গেছে।

জেলা কমাড্যান্ট মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় অবস্থানকালে রুবেল চাকমা আনসার ব্যাটালিয়নের ইউনিফর্ম পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন পোস্ট দিতেন। সেখানে তিনি আনসারে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আগ্রহী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন।

তার এমন প্রলোভনমূলক পোস্টে প্রভাবিত হয়ে রাঙামাটি সদর এলাকার শান্তু চাকমা, বিপলন চাকমা ও বাচ্চুমনি চাকমা নামের তিনজন রুবেল চাকমার সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা তাকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময়ে চাকরি না পেয়ে প্রতারণার শিকার ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করেন।

অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা প্রায় এক মাস ধরে রুবেল চাকমার ওপর নজরদারি চালায়। মঙ্গলবার রাত ১০টার দিকে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা
৩০ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:২৬