• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১২:৪৬:৪৬ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১২:৪৬:৪৬ (01-May-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

পুলিশ সার্জেন্ট পদে ঢাকা কলেজের ঈর্ষণীয় সাফল্য

১০ জুলাই ২০২৩ রাত ০৯:৫৪:৫০

পুলিশ সার্জেন্ট পদে ঢাকা কলেজের  ঈর্ষণীয় সাফল্য

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজ দেশের কালত্তীর্ণ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও উচ্চশিক্ষাসহ বিভিন্ন সরকারি চাকুরীতে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হচ্ছে। এ বছর ঢাকা কলেজ থেকে বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন ২১ জন শিক্ষার্থী।

৯ জুলাই রোববার আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশের সার্জেন্ট পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ৭২৬ জনের তালিকা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ২০২২ সালে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনায়  তাদেরকে সার্জেন্ট পদে নিয়োগ দেয়া হয়েছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে ঢাকা কলেজ থেকে চূডান্ত সুপারিশপ্রাপ্তরা হলেন- শাহিন আলম (ইংরেজি বিভাগ), ইমরান হোসেন (সমাজবিজ্ঞান বিভাগ), মো. আতিকুর রহমান (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), গোলাম সারওয়ার (গণিত বিভাগ), আল-আমিন (বাংলা বিভাগ), শেখ আব্দুল আজিজ (সমাজবিজ্ঞান বিভাগ), মো. আজহারুল ইসলাম (অর্থনীতি বিভাগ), ইমরুল কায়েস (সমাজবিজ্ঞান বিভাগ), সাগর সায়ন (মনোবিজ্ঞান বিভাগ), সাইফুল ইসলাম শুভ, শফিকুল ইসলাম শফিক, মো. ইফরাদুল ইসলাম, এস.এম আনিসুর রহমান অপু, একেএম জাফর আহমেদ মিশু,  মো. শাহিন মোড়ল, তন্ময় কুন্ডু, তাজিমুল হক আশরাফ, মির্জা নোমান,  সানজিদ হাসান ও শরিফুল ইসলাম।

সদ্য চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসানের অনুভূতি জানতে চাইলে বলেন, ক্যাম্পাসের প্রতিটি মুহুর্ত একজন শিক্ষার্থীকে বাস্তবতা শেখায়। ডিপার্টমেন্টের স্যার, ম্যাডাম ও বড় ভাইদের পরামর্শ, সহযোগিতা আমার লাইফে নানাভাবে প্রভাব রেখেছে। ম্যাডামের পরামর্শ এবং নিজের প্রতি বিশ্বাস আমাকে সফল হতে সাহায্য করছে। এ জন্য শিক্ষকদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

শিক্ষার্থীদের এ সাফল্যের বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের কাছে  জানতে চাইলে তিনি বলেন, ঢাকা কলেজ থেকে পড়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে চাকুরি করছে এটা আমাদের গৌরব।  আমরা চাই আমাদের ছেলেরা সবসময় ভাল কিছু করুক, দেশ ও জাতির কল্যানে নিজেদেরকে সবসময় নিয়োজিত রাখুক। আমি আশা করি ভবিষ্যতে ঢাকা কলেজ থেকে আরও অধিক সংখ্যক ছাত্র এ ধরনের পেশাগত চাকুরির পরীক্ষায় উত্তীর্ণ হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১