• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে শ্রাবণ ১৪৩২ রাত ০৯:৫৯:৪৪ (05-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে শ্রাবণ ১৪৩২ রাত ০৯:৫৯:৪৪ (05-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আবারও চার ঘণ্টায় ৫শ' বেকারকে চাকরি দিল স্টেডফাস্ট কুরিয়ার

১১ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:৪৩:১৬

আবারও চার ঘণ্টায় ৫শ' বেকারকে চাকরি দিল স্টেডফাস্ট কুরিয়ার

রংপুর ব্যুরো: বিনা টাকায় মাত্র চার ঘণ্টায় আবারও চাকরি পেলেন ৫ শতাধিক বেকার যুবক। তাদের বেতনও কম নয়। ১২টি পদে নিয়োগ পাওয়া একেক জনের বেতন প্রতি মাসে ১৫ থেকে ৪০ হাজার টাকা। এই চাকরির জন্য লাগেনি ব্যাংক ড্রাফট, করতে হয়নি লিখিত আবেদন। নেই পরীক্ষার কোন ঝামেলাও। কয়েক মিনিটের ভাইভায় সোনার হরিণ মিলল বেকার যুবকদের। স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের এ চাকরির মেলা বসেছিল রংপুর সিটি কর্পোরেশন ময়নাকুঠি এলাকায়।

১০ ফেব্রুয়ারি শনিবার সকালে রংপুর নগরীর ময়নাকুঠি সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত জব ফেয়ারে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসতে শুরু করেন চাকরি প্রত্যাশীরা। ম্যানেজার, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জোনাল ম্যানেজার, ইন্সপেকশন অফিসার, মনিটরিং অফিসার, সর্টিং হিরো, ডাটা এন্ট্রি, ড্রাইভার, হেল্পার, রাইডার এবং ওয়্যারহাউস ম্যানেজমেন্ট এই ১২টি পদে ১৫শ’ সিভি জমা হয় সকাল থেকে দুপুর পর্যন্ত। কিছুক্ষণ পরে নেওয়া হয় সাক্ষাৎকার।

দুপুরের পর ফলাফল ঘোষণা করে প্রতিষ্ঠানটি। চাকরি পেয়ে খুশি প্রার্থীরা। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র হাতে নিয়ে মাসের পর মাস ঘুরেও যেখানে চাকরি পাওয়া যায় না, সেখানে একদিনে চাকরি পাওয়া স্বপ্নের মতো।

চাকরি মেলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসে রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু এমন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, দেশকে উন্নত করতে হলে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হতে হবে যুবকদের। গঙ্গাচড়া উপজেলার সন্তান তরুণ উদ্যোক্তা কে এম রিদওয়ানুল বারী জিয়ন আজ তার প্রতিষ্ঠানে এক হাজার যুবকদের চাকরি দিয়ে যে মহানুভবতায় দেখালেন, তা মনে রাখবে তাদের পরিবারগুলো।

প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠাতা ও সিইও জানান, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডে এখন পর্যন্ত ১০ হাজার বেকার যুবকের চাকরির ব্যবস্থা হয়েছে। যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হবে কর্মীদের। এছাড়াও স্টেডফাস্ট একাডেমির মাধ্যমে আইসিটি ও ইংরেজি বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হয়েছে।

দেশের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। খুব অল্প সময়ে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ৪৬০ শাখার মাধ্যমে বিশ্বস্ততার সঙ্গে কুড়িয়ার সেবা দিয়ে যাচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান।

গেলো বছরের ৬ অক্টোবর রংপুরের গঙ্গাচড়া উপজেলার মাল্টিপারপাস হলরুমে চার ঘণ্টায় ১ হাজার বেকারকে চাকরি দিয়ে প্রশংসা কুড়িয়েছিল স্টিডফাস্ট কুরিয়ার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশব্যাপী বিএনপির নতুন কর্মসূচি
৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩৫:১২


জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াত হতাশ
৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১৭:৩৪

জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানাল এনসিপি
৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১২:০৩

জুলাই ঘোষণাপত্রে যা যা বলা হয়েছে
৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮:২৫