নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পুলিশ কনস্টেবলসহ বিভিন্ন সংস্থায় চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তি হলেন, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত হোসেন উদ্দিনের ছেলে মহিউদ্দিন (৫৫)। বর্তমানে সে নরসিংদী শহরের বিলাসদী এলাকার বাসিন্দা।
৫ মে সোমবার রাতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, বেশ কয়েক মাস আগে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দড়িগাঁও গ্রামের আব্দুল লতিফের ভাগিনা ও নাতিকে পুলিশের কনস্টেবলসহ বিভিন্ন সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রতারক মহিউদ্দিন ভুক্তভোগী লতিফের কাছ থেকে টাকা আদায় করে। এভাবে বিভিন্ন সময়ে সে তার কাছ থেকে কৌশলে মোট ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না হওয়ায় এবং প্রতারক মহিউদ্দিন যোগাযোগ বিচ্ছিন্ন করলে ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে থানায় শরণাপন্ন হোন। পরে ওই প্রতারকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নজরে আসে। পরে তিনি বিষয়টি উপপরিদর্শক আজিজুর রহমান নাঈমকে তদন্তের নির্দেশ দেন।
উপ-পরিদর্শক আজিজুর রহমান তথ্য প্রযুক্তি সহায়তায় ঘটনার সত্যতা পান। পরে সোমবার অভিযান চালিয়ে বেলা ১২টায় ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে থেকে প্রতারক মহিউদ্দিনকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল সেট ও ৩টি সিম উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ভুক্তভোগী আব্দুল লতিফ ও প্রতারক মহিউদ্দিন একই উপজেলার বাসিন্দা হওয়ার সুবাদে তারা উভয়ই পূর্বপরিচিত। সেই সুবাদে প্রতারক মহিউদ্দিন ভুক্তভোগী আব্দুল লতিফের ভাগিনা ও নাতিকে নরসিংদীসহ বিভিন্ন স্থানে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে টাকা হাতিয়ে নেয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের কথা প্রতারক স্বীকার করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available