• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে শ্রাবণ ১৪৩২ রাত ০৯:০৬:৪০ (05-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে শ্রাবণ ১৪৩২ রাত ০৯:০৬:৪০ (05-Aug-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

আটকে গেলো চবির ৭ শিক্ষকের পদোন্নতি

২৬ জুলাই ২০২৩ বিকাল ০৪:০০:১৭

আটকে গেলো চবির ৭ শিক্ষকের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক: পদোন্নতি বোর্ডের সুপারিশের পরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৭ শিক্ষকের পদোন্নতি আটকে দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। কিছু অসঙ্গতি থাকায় পদোন্নতির বিষয়টি পুনর্বিবেচনার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সিন্ডিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে। 

গত ১৪ জুলাই সিন্ডিকেট সভায় সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আবারও পর্যালোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সহযোগী অধ্যাপকে পদোন্নতির জন্য আবেদন করা শিক্ষকরা হলেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন, শারমীন আক্তার, উম্মে সালমা খানম ও তানিয়া করিম। এছাড়াও ২ জন অধ্যাপক এবং ১ জন সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করেছিলেন।

এ ব্যাপারে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও প্রমোশন বোর্ড মেম্বার প্রফেসর ডা. তানজিনা হোসেন বলেন, এটা সিন্ডিকেটের বিষয়। আমরা আমাদের মতামত দিয়েছি, সিন্ডিকেট মনে করেছে বিবেচনা করা উচিৎ। তাই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

পরিকল্পনা কমিটিতে অনুমোদন হলেও তিন ধরনের মতামত আসে সিলেকশন বোর্ডে। এদের ব্যাপারে সিলেকশন বোর্ডে নির্ধারিত বিশেষজ্ঞরা পদোন্নতির জন্য দ্বিমত প্রকাশ করেন।

এছাড়াও মো. বজলুর রহমানকে যে প্রকাশনার জন্য অধ্যাপক সুপারিশ করা হয়েছে একই প্রকাশনা দিয়ে আরেকজন সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য বাদ পড়েছেন। চার সহযোগী অধ্যাপক পদে আবেদনকারীর বিষয়ে তিন মতামত এবং একই প্রকাশনায় কাউকে অনুমোদন না দেয়ার বিষয়টাকে অসঙ্গতি হিসাবে দেখেছেন সিন্ডিকেট। এজন্য পুরো বিষয়টাকে সিলেকশন বোর্ডের পুনরায় মতামত প্রয়োজন বলে মনে করেছে সিন্ডিকেট।

চবি সিন্ডিকেট সদস্য ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী বলেন, অসঙ্গতি থাকার কারণে সিন্ডিকেট মনে করছে নির্বাচনী বোর্ডের দ্বিতীয়বার মতামত নেয়া প্রয়োজন। পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি আবার তুলে ধরা হবে। সিন্ডিকেট দেখতে চায় নির্বাচনী বোর্ডের মতামত পরিবর্তন হয় কিনা।  

তিনি আরও জানান, এই সিদ্ধান্তের ফলে কোনো শিক্ষক ক্ষতিগ্রস্ত হবে না, পূর্ববর্তী সিন্ডিকেটে পদোন্নতি অনুমোদিত হলে যে সুবিধা পেতেন সেগুলো পাবেন। পাশাপাশি জ্যেষ্ঠতা লঙ্ঘন হবে না বলেও জানান এই সিন্ডিকেট সদস্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশব্যাপী বিএনপির নতুন কর্মসূচি
৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩৫:১২


জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াত হতাশ
৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১৭:৩৪

জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানাল এনসিপি
৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১২:০৩

জুলাই ঘোষণাপত্রে যা যা বলা হয়েছে
৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮:২৫