• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৯:৪১ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৯:৪১ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে ভিক্ষুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি: চট্টগ্রামে প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুর উপর বর্বরোচিত হামলা ও চক্রান্তকারীদের বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মীয় বিভিন্ন সংগঠন। একুশে পদক প্রাপ্ত জিনবোধি ভিক্ষু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বেীদ্ধ বিহারের উপাধ্যক্ষ।  ১৩ মার্চ বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এই মানববন্ধন করেন তারা।মানববন্ধনে বক্তারা বলেন, একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু ড. জিনবোধি ভিক্ষুর ওপর হামলা চট্টগ্রাম বৌদ্ধ বিহারের জন্য কলঙ্কিত অধ্যায়। একজন প্রাজ্ঞ মানুষের ওপর হামলা ভিক্ষু সমাজের জন্য লজ্জা ও অপমানজনক।তারা আরও বলেন, জিনবোধি বৌদ্ধ সমাজের প্রতিনিধিত্ব করেন। তাঁর ওপর হামলা আর বৌদ্ধ সমাজের ওপর হামলা একই কথা। অবিলম্বে এ হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি জানান।’