• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০২:৫১:১৫ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০২:৫১:১৫ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাংনীতে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

২৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০১:২৫:৪৬

গাংনীতে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে গাংনীতে ভ্যান চালক আতিয়ার রহমান (৩০) হত্যার ঘটনায় খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলার দেবীপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত আতিয়ার রহমান উপজেলার করমদি মাঠপাড়া গ্রামের মো. রহিদুল ইসলামের ছেলে।

মানববন্ধনে নিহতের বড় ভাই ইয়ারুল ইসলাম বলেন, আমার ভাই অত্যন্ত ভালো মানুষ ছিল। কি কারণে তাকে হত্যা করা হয়েছে? আর খুনিদের এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি। তাই প্রশাসনকে অনুরোধ করছি খুনিদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায়  আনার জন্য।

প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন, প্রশাসনকে দ্রুত অ্যাকশনে যাওয়ার জন্য অনুরোধ করছি। খুনিরা এখনো কেন এখনো গ্রেফতার হয়নি। প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

মো. মোতালেব হোসেন বলেন, আতিয়ার রহমান অত্যন্ত ভদ্র ও ভালো মানুষ ছিল। তাকে এভাবে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না। তাই প্রশাসনকে দ্রুত কার্যকরী ভূমিকা পালন করার জন্য অনুরোধ করছি।

গাংনী উপজেলার তেঁতুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলও এখনো খুনিদের আইনের আওতা আনতে পারেনি প্রশাসন। তাহলে কি পুলিশ প্রশাসন মুখ থুবড়ে পড়ে গেছে। তাই অতি দ্রুত খুনিদের আইনের আওতায় আনতে হবে তা না হলে এর চেয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাইল জানান, হত্যাকারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুত গ্রেফতার হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১