বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ও সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১ আগস্ট শুক্রবার বিকেলে সাধুরপাড়া ইউনিয়নের দাসের হাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে ক্ষুব্ধ এলাকাবাসী।স্থানীয় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন মুফতী সাইফুল ইসলাম জামালপুরী, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মুল্লুক খান, বিএনপি নেতা আব্দুল করিম। মানববন্ধনে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।তারা অবিলম্বে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে গ্রেফতারের দাবি জানান।উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এর ওপর বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটী মোড়ে হামলা চালায় একদল সন্ত্রাসী। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিম। এঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।পাশাপাশি চেয়ারম্যান পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সম্প্রতি হাইকোর্ট এর এক রায়ে চেয়ারম্যান পদ ফিরে পান ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।