• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ বিকাল ০৫:২১:৫৪ (04-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কুমিল্লায় তুহিন হত্যার দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র উপজেলার তুহিন হত্যায় অভিযুক্ত সাইফুল ইসলাম বাবুসহ অন্যান্যদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী এবং শিক্ষার্থীরা।২৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে কুমিল্লা বুড়িচং উপজেলা সদরে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। নিহত তুহিন বাহেরচর গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে।বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, এ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য বুড়িচং থানার কর্মকর্তার সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।উল্লেখ্য, গত ২০ অক্টোবর রাতে পূর্ব শত্রুতার জেরে তুহিনকে ধরে নিয়ে যায় অভিযুক্ত সাইফুল ইসলাম বাবুসহ অন্যান্যরা। পরে তাকে পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামে একটি ভবনে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তুহিনকে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যায় তুহিন।এদিকে ২০ অক্টোবর তুহিনের মা ফেরদৌসী আক্তার সাইফুল ইসলাম বাবুসহ চারজনকে অভিযুক্ত করে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করেন। অন্যান্য অভিযুক্তরা হলো নাফিজ উদ্দিন, জহির মিয়া ও আবদুল আলিম।