ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী শহরসহ আশেপাশের এলাকায় চুরি ছিনতাইয়ের মতো বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়েছে উঠতি বয়সি কিশোররা। অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই কিশোরকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
২৩ জুন সোমবার আটক দুই কিশোরকে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিদর্শক মো. মনিরুল ইসলাম। আটক একজনের বয়স (১৬) ও অপর জনের বয়স (১৭)।
থানা সূত্রে জানা যায়, গত ২০ জুন দুপুরে মো. জিয়াউল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তি তার ব্যবহৃত ১২৪ সিসি টিভিএস মোটর সাইকেলটি শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে রেখে ভিতরে কাজে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। পরে তিনি থানায় মোটরসাইকেল চুরি মামলা দায়ের করেন। মামলা তদন্ত করতে গিয়ে আটক দুই কিশোরের নাম উঠে আসে। অভিযান চালিয়ে তাদেরকে উপজেলা সাঁড়াঘাট এলাকা থেকে আটক করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির বিষয়টি তারা স্বীকার করে। একই সঙ্গে দেখিয়ে দেওয়া স্থান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, শহর ও আশেপাশের এলাকায় চুরি ছিনতাইয়ের সঙ্গে কিশোররা জড়িয়ে পড়ছে। এটা খুবই হতাশাজনক ব্যাপার। আটক দুই কিশোরের বিরুদ্ধে থানায় একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। এ চোর চক্রের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available